Tuesday , 13 January 2026
শিরোনাম
Home খেলাধুলা আমরা সরাসরি বিশ্বকাপ খেলব — মেহেদী হাসান মিরাজ
খেলাধুলাসাক্ষাৎকার

আমরা সরাসরি বিশ্বকাপ খেলব — মেহেদী হাসান মিরাজ

Share
Share

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আশাবাদী, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি অংশ নেবে। সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে সমালোচনার মুখে পড়লেও মিরাজ মনে করেন, সময় ও ধারাবাহিক খেলার সুযোগ পেলে দল ঘুরে দাঁড়াতে পারবে।

মিরাজ বলেন, “আমরা দীর্ঘ বিরতিতে ওয়ানডে খেলছি। অনিয়মিত খেলার কারণে ছন্দ হারিয়ে ফেলেছি। নিয়মিত সিরিজ খেলতে পারলে উন্নতি দ্রুত হয়।”

২০২৫ সালে অধিনায়ক হিসেবে ৯টি ম্যাচে তিনটি জয় পেয়েছেন তিনি। এ পারফরম্যান্স নিয়ে সমালোচনার জবাবে মিরাজের উত্তর, “আমি সমালোচনাকে ইতিবাচকভাবে দেখি। কারণ মানুষ আমাদের কাছে অনেক প্রত্যাশা করে। আমি অধিনায়ক হওয়ার পর সমালোচনা বেড়েছে, কিন্তু এখন তা নিতে শিখেছি।”

সাম্প্রতিক আফগানিস্তান সিরিজে হোয়াইটওয়াশের কারণ হিসেবে মানসিক ক্লান্তিকে দায়ী করেন তিনি। বলেন, “টি২০ এশিয়া কাপ শেষে খুব অল্প বিরতিতে ওয়ানডে সিরিজ খেলতে হয়েছে। খেলোয়াড়রা মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিল।”

ব্যাটিং ব্যর্থতা প্রসঙ্গে মিরাজ বলেন, “নিয়মিত ওয়ানডে না খেলায় ব্যাটারদের ছন্দ নষ্ট হচ্ছে। টপঅর্ডারকে আরও সাহসী হতে হবে। নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখতে হবে।”

তিনি মনে করেন, “উইকেট যেমনই হোক, মানিয়ে নেওয়াটাই স্মার্টনেস। ব্যাটাররা ভালো করলে বোলাররা স্বাধীনভাবে বোলিং করতে পারে।”

বোর্ডের সমর্থন নিয়েও আশাবাদী মিরাজ। “বিসিবি সভাপতি বুলবুল ভাই, সহসভাপতি ফারুক ভাই—সবাই সাহস জুগিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জেতার পর দলের ভেতরে আত্মবিশ্বাস ফিরেছে,” বলেন তিনি।

মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর অবসর দলের অভিজ্ঞতার ঘাটতি তৈরি করেছে বলে মনে করেন অধিনায়ক। তবে বর্তমান স্কোয়াড নিয়ে তিনি আশাবাদী। “আমাদের দল অভিজ্ঞ। সৌম্য, তাসকিন, মুস্তাফিজ—সবাই বহুদিন ধরে খেলছে। এই দলটাকে এক সুতায় বাঁধতে পারলে ভালো ফল আসবে।”

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মিরাজ বলেন, “২০২৬ সালে বড় চারটি হোম সিরিজ আছে—অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে। এসব সিরিজে ভালো করলে র‌্যাঙ্কিং উন্নতি হবে। আমি বিশ্বাস করি, ২০২৭ সালে আমরা সরাসরি বিশ্বকাপ খেলব।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঘুষকাণ্ডের অভিযোগে রপ্তানি উন্নয়ন ব্যুরোতে দুদকের আকস্মিক অভিযান

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রধান কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ রবিবার হঠাৎ অভিযান চালায়। সংস্থাটির এক উপপরিচালকের বিরুদ্ধে বিদেশি মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীদের...

টানা তিন মাসে রপ্তানি খাতে ধস, তৈরি পোশাকেই বড় ধাক্কা

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎসগুলোর একটি পণ্য রপ্তানি খাত টানা তিন মাস ধরে নিম্নমুখী। অক্টোবর মাসে দেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩৮২ কোটি...

Related Articles

মাঠে রেকর্ড, বাইরে লড়াই

ভারতে বসে বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের সাফল্য নিয়ে লেখা লিখছি। নারী বিশ্বকাপে প্রথমবারের...

তদন্তের সুপারিশ বাস্তবায়ন না হলে দুর্ঘটনা রোধ অসম্ভব — অধ্যাপক সৈয়দা সুলতানা রাজিয়া

রাজধানী ও আশপাশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় শোক ও ক্ষোভের পাশাপাশি...

স্ট্রোকের মৃত্যুঝুঁকি কমাতে কার্যকর মেকানিক্যাল থ্রোম্বেক্টমি

বাংলাদেশে এখনো অনেকেই মনে করেন, স্ট্রোক মানেই স্থায়ী পঙ্গুত্ব বা অচল জীবন।...

ফিফা ও উয়েফার ইসরায়েল নিষিদ্ধের চিঠি, জরুরি সিদ্ধান্তের আভাস

ফুটবলের বৈশ্বিক ও ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থাকে চিঠি দিয়ে ইসরায়েলকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে...