সিরাজগঞ্জ: শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের পূর্বচর কৈজুরি গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে সিরাজুল ইসলাম (২৯) নামে এক বিদেশফেরত যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত সিরাজুল সম্প্রতি মালয়শিয়া থেকে দেশে ফিরেছিলেন।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সন্ধ্যায় কেউ সিরাজুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ থাকে। বুধবার সকালে স্থানীয়রা ক্ষতবিক্ষত মরদেহ সড়কের ওপর দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছলাম আলী জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
Leave a comment