Tuesday , 13 January 2026
শিরোনাম
Home শেয়ার বাজার কোম্পানী সংবাদ / লভ্যাংশ জুতার বাজারে অ্যাপেক্সের দাপট: ব্যবসায় তিনগুণ, মুনাফায়ও বাটাকে ছাড়িয়ে
কোম্পানী সংবাদ / লভ্যাংশশেয়ার বাজার

জুতার বাজারে অ্যাপেক্সের দাপট: ব্যবসায় তিনগুণ, মুনাফায়ও বাটাকে ছাড়িয়ে

Share
Share

দেশীয় জুতা কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার দেশের বাজারে বহুজাতিক জায়ান্ট বাটা শুকে সম্পূর্ণ ছাড়িয়ে গেছে। ব্যবসায় বাটার তুলনায় প্রায় তিনগুণ এগিয়ে থাকা সত্ত্বেও মুনাফায় এতদিন পিছিয়ে ছিল অ্যাপেক্স। কিন্তু সর্বশেষ জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফায়ও এগিয়ে গেছে অ্যাপেক্স। চলতি বছরের এই প্রান্তিকে অ্যাপেক্স ৪৮৪ কোটি টাকার ব্যবসায় আড়াই কোটি টাকা মুনাফা করলেও বাটা ১৮৪ কোটি টাকার ব্যবসায় সাড়ে ১৪ কোটি টাকা লোকসান সয়েছে।

জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকের তুলনামূলক হিসাব

বিষয়অ্যাপেক্স ফুটওয়্যারবাটা শুপার্থক্য
ব্যবসা (আয়)৪৮৪ কোটি টাকা১৮৪ কোটি টাকাঅ্যাপেক্সের প্রায় ৩ গুণ (৩০০ কোটি বেশি)
মুনাফাআড়াই কোটি টাকাসাড়ে ১৪ কোটি টাকা লোকসানঅ্যাপেক্সের পক্ষে
প্রশাসনিক-বিপণন খরচ৮২ কোটি টাকা (১৭%)সাড়ে ৭৯ কোটি টাকা (৪৩%)অ্যাপেক্সের কম, এটাই মুনাফার চাবিকাঠি
উৎপাদন খরচ৩৫৩ কোটি টাকা (৭৩%)১১৩ কোটি টাকা (৬১%)অ্যাপেক্সের বেশি (১০০ টাকায় ৭৩ টাকা vs. বাটার ৬১ টাকা)

আরও পড়ুন: অ্যাপেক্সের সাফল্য: প্রযুক্তি ও মানবসম্পদে বিনিয়োগের ফল

কেন এগিয়ে গেল অ্যাপেক্স?

আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, বাটার লোকসানের মূল কারণ প্রশাসনিক, বিপণন ও সরবরাহ খরচের অতিরিক্ত বৃদ্ধি। অ্যাপেক্সের ক্ষেত্রে উৎপাদন খরচ বেশি হলেও খরচ নিয়ন্ত্রণের কারণে মুনাফা বেশি। অ্যাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর বলেন,

“প্রথমবারের মতো এক প্রান্তিকে বাটার চেয়ে বেশি মুনাফা করেছি। ‘ফাউন্ডারস ডে’র (২৬ সেপ্টেম্বর) বিশেষ ছাড়ে অবিশ্বাস্য সাড়া পেয়ে সেপ্টেম্বরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছি। প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়িয়েছি, মানবসম্পদে বিনিয়োগ করেছি। কর্মীরাই আমাদের শক্তি। সব বয়সের পছন্দ বিবেচনায় পণ্য ডিজাইন ও মূল্য নির্ধারণে মনোযোগ দিয়েছি।”

পুরো বছরের চিত্র: ব্যবসায় এগিয়ে, মুনাফায় পিছিয়ে

অ্যাপেক্সের আর্থিক বছর (জুলাই–জুন) এবং বাটার পঞ্জিকা বছর (জানুয়ারি–ডিসেম্বর) ভিন্ন হওয়ায় তুলনা চ্যালেঞ্জিং। তবু:

বিষয়অ্যাপেক্স (২০২৪–২৫)বাটা (২০২৪)পার্থক্য
ব্যবসা১,৭৭৩ কোটি টাকা৯২৭ কোটি টাকাঅ্যাপেক্সের ৮৪৬ কোটি বেশি
মুনাফাসাড়ে ১৩ কোটি টাকাসাড়ে ২৯ কোটি টাকাবাটার এগিয়ে (উৎপাদন খরচের কারণে)
উৎপাদন খরচ১০০ টাকায় ৭১ টাকা১০০ টাকায় ৫৩ টাকাঅ্যাপেক্সের বেশি

জানুয়ারি–মার্চ প্রান্তিকে বাটা ৩৭ কোটি মুনাফা করলেও অ্যাপেক্সের ছিল মাত্র ৯৭ লাখ। কিন্তু তৃতীয় প্রান্তিকে চিত্র উল্টে যায়।

বাজারের প্রভাব: দেশীয় কোম্পানির উত্থান

দেশের জুতা বাজারে অ্যাপেক্স ও বাটা শীর্ষ দুই। অ্যাপেক্সের ব্যবসা বৃদ্ধির পেছনে সাশ্রয়ী পণ্য, বিস্তৃত নেটওয়ার্ক ও গ্রাহককেন্দ্রিক কৌশল। বিশ্লেষকরা বলছেন, এটি দেশীয় শিল্পের শক্তিশালীতার প্রমাণ। তবে অ্যাপেক্সের এমডি বলেন, ভবিষ্যতের ধারাবাহিকতা নির্ভর করবে খরচ নিয়ন্ত্রণ ও উদ্ভাবনের উপর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঘুষকাণ্ডের অভিযোগে রপ্তানি উন্নয়ন ব্যুরোতে দুদকের আকস্মিক অভিযান

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রধান কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ রবিবার হঠাৎ অভিযান চালায়। সংস্থাটির এক উপপরিচালকের বিরুদ্ধে বিদেশি মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীদের...

টানা তিন মাসে রপ্তানি খাতে ধস, তৈরি পোশাকেই বড় ধাক্কা

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎসগুলোর একটি পণ্য রপ্তানি খাত টানা তিন মাস ধরে নিম্নমুখী। অক্টোবর মাসে দেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩৮২ কোটি...

Related Articles

ডিএসইতে লেনদেন-সূচক পতন: দাম কমার শীর্ষে ফারইস্ট ফিন্যান্স

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক উভয়ই...

ডিএসইতে লেনদেন-সূচক পতন: দাম কমার শীর্ষে ফার কেমিক্যাল

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক উভয়ই...